সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার আত্রাই নদী ও ছোট যমুনার নদীর ছয় স্থানে বন্যা নিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়েছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। ইতোমধ্যে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘার জমির আউশ ও আমন ধানের ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রানীনগর ও আত্রাই উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছে বন্যাকবলিত এলাকার মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে। দ্রুতই পানিবন্দি পরিবারগুলোকে খাদ্য সহায়তাসহ সার্বিক সহায়তা করা হবে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, আজ সকাল ১০টা পর্যন্ত নদীর পানি বেড়ে এখন আত্রাই নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেবি