সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের সিংড়া উপজেলায় একটি মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার শেরকোল এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির স্পেয়ার চাকার মধ্যে অভিনব কায়দায় রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাইক্রোবাসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাইদুল ইসলাম ও একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সোলেমান আলী ওরফে ভোলা।
গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
জেবি