সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল নদীবন্দর আধুনিকায়নের লক্ষে বিআরডব্লিউটিপি-১ এর প্রকল্প সাইটের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১) এর অধীনে বরিশাল প্যাসেঞ্জার টার্মিনাল সাইটে ক্ষতিগ্রস্ত মোট ৩৬৬ জনের মধ্যে দ্বিতীয় ধাপে ৩১ জনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ৩১ লাখ ২ হাজার ৭৮০ টাকার চেক প্রদান করা হয়।
এর আগে গত ২২ জুন প্রথম ধাপে ১৬৮ জনকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা বাবদ ৯৯ লাখ ৮২ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়েছিল। বরিশাল নদীবন্দর আধুনিকায়নের লক্ষ্যে বিআরডব্লিউটিপি-১ এর প্রকল্পে মোট ৯৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
আজকের চেক প্রদান অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলী, এইচএম ফরহাদ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী দিদার আলমসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
জেবি