সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক কর্মশালা এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ। জেলা প্রশাসক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ. হামিদ খান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।
বক্তারা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিরা কর্মশালা ও সভায় অংশগ্রহণ করেন।
জেবি