সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করে।
জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোস্তারুল আলম।
এ সময় মোস্তারুল আলম বলেন, দ্রুত সময়ের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ বাপ্পীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তা না হলে আলোচনার মাধ্যমে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কান্দিভিটা এলাকায় নাজমুল ইসলাম বাপ্পীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে বাপ্পী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
জেবি