সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে বিয়ের তিন মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফেনী সদর উজেলার শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধু খুকুমনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে।
সূত্র জানায়, তিন মাস পূর্বে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জের কাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। খুকুর দরিদ্র পরিবার দাবিকৃত যৌতুকের টাকা জোগাড় করে দিতে না পারায় প্রায়ই খুকুমনিকে শারীরিক নির্যাতন করত স্বামী ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী আধুনিক জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে খুকু মনি মারা যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেন বেগমকে গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম চৌধুরী জানান, এজহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে ।
এফএইচ