সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনলাইনে গুজব ও কুতথ্য ছড়াতে শুরু করেছে এবং এটা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই অনলাইনে গুজব ও কুতথ্য প্রতিরোধে প্রশাসনকে এখন থেকেই বিশেষ ভূমিকা নিতে হবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যশোরের বাঁচতে শেখা কনফারেন্স রুমে অনলাইনে কুতথ্য প্রতিরোধে এক গোলটেবিল বৈঠকে বক্তা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। কুতথ্যের ফলে সমাজের সংকট ও নাগরিকদের করণীয় বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক প্রমথেশ শীল। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্র। বৈঠকে বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকক্ষেত্রে গুজব, ভুল তথ্য ও কুতথ্য নানা মাত্রায় ছড়িয়ে পড়েছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, শান্তি-সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই কুতথ্যকে প্রতিরোধ করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের এ ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। বৈঠকে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, আইইডি’র জেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান, তথ্যপ্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, যশোর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ, মহিলা পরিষদের জেলা আইন বিষয়ক সম্পাদক কামরুন নাহার কণা, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, উন্নয়নকর্মী রুবায়াইদুল হক জোয়ার্দ্দার সুমন, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার প্রমুখ।
এইউ