সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবান লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতি এই প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সমিতির সভাপতি অমল কান্তি দাশ। এসময় তিনি বলেন, আগে যেসব সম্পদ স্থিত ছিল বর্তমান বাজারমূল্য নির্ধারণ করে সমবায় সমিতির আইন বিধিমালা অনুযায়ী এই বাজেট ঘোষণা করা হয়েছে।
সমিতির ৮টি খাতে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে মোট আয় দেখানো হয় ৬১লাখ ৫৬হাজার টাকা। বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৪৪৪ টাকা। বাজেটে বর্তমান বাজারমূল্য নির্ধারণ পূর্বক সমিতির শেয়ার, সঞ্চয়, ভবনের শেয়ার, পূর্ণ নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক বাজেটের পূর্ণ বিবরণী ও কার্যক্রম তুলে ধরেন।
এসময় সমিতির নেতৃবৃন্দ ভবিষ্যতে বান্দরবান ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতিকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মডেল হিসেবে রূপান্তরিত করে তুলতে প্রত্যেকের কাজে স্বচ্ছতা ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বান্দরবান লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমিতি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সমিতির মোট সদস্য সংখ্যা ৪৪৫।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মুছা কোম্পানি, সাধারণ সম্পাদক হাজী শফিকুল আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক জামাল আবু নাছের, দপ্তর সম্পাদক মো.মহিউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, সিনিয়র সদস্য কামাল উদ্দিন, সদস্য খলিলুর রহমান (সোহাগ) প্রমুখ।
এইউ