সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লায় দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত খসড়ায় ভোটকেন্দ্র বেড়েছে প্রায় ৯ শতাংশ। আপত্তি নিষ্পত্তি শুনানি শেষে চূড়ান্ত খসড়া হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ১ হাজার ৪৩৫টি কেন্দ্র নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনে কেন্দ্র ছিল ১৩১৮টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারণ করা কেন্দ্র তালিকার ওপর ১২৫টি আপত্তি/দাবি আবেদন জমা পড়ে। শুনানি শেষে ৬৬টি দাবি আবেদন নামঞ্জুর করা হয়, ৫৯টি আবেদন মঞ্জুর করার পর মোট ১ হাজার ৪৩৫টি কেন্দ্রের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, ১ হাজার ৪৩৫টি ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা আবার এসব কেন্দ্রগুলো যাচাই-বাছাই এবং পরিবর্তন করার বিষয় ক্ষমতা রাখবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ লাখ ৩২ হাজার ৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত খসড়া ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ৪৫ লাখ ৯৬ হাজার ৯০১ জন। ভোটার বেড়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১৪.৪৬ শতাংশ।
জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনে ভোটকেন্দ্র ১৫৭টি, ভোটার ৪ লাখ ৬৩ হাজার ৯ জন। কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে ভোটকেন্দ্র ৯৪টি, ২ লাখ ৪১ হাজার ৩২৯ জন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ভোটকেন্দ্র ১৪৮টি, ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৫৯৪ জন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে কেন্দ্র ১১৪টি, ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৫২৬ জন। কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে ভোটকেন্দ্র ১৪০টি, ভোটার ৪ লাখ ৩৩ হাজার ৪৬৯ জন। কুমিল্লা-৬ (সদর) আসনে কেন্দ্র ১৫৯টি, ভোটার ৪ লাখ ৭৪ হাজার ১৮৫ জন। কুমিল্লা-৭ আসনে কেন্দ্র ৮৯টি, ভোটার ৩ লাখ ১ হাজার ৩৯ জন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কেন্দ্র ১০৩টি, ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬১৫ জন। কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ ) কেন্দ্র সংখ্যা ১২৬টি, ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৪ জন। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটার সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ২৫৬ জন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র ১২৫টি, ভোটার ৩ লাখ ৯০ হাজার ৬৭০ জন।
এইউ