সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পিএফজি সার গুদামে সার আনলোডের জন্য চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া মুন্না মোড়ে দোকানের সামনে গাড়ি রাখাতে দোকানিদের সমস্যায় পড়তে হচ্ছে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে সড়ক দুর্ঘটনায় আহতও হয়েছে বেশ কয়েকজন। সার গুদাম উদ্বোধন হওয়ার পর থেকেই যানজট সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এ বিষয়ে গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা দায়সারা কথা বলে এড়িয়ে যান।
স্থানীয়রা অভিযোগ করে জানান, চুয়াডাঙ্গা বিএডিসি এলাকায় কৃষি উন্নয়ন করপোরেশনের পিএফজি সার গুদাম রয়েছে। এই গুদাম উদ্বোধনের পর থেকেই সার আনলোডের অপেক্ষায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কের মামুন ফিলিং স্টেশন থেকে নূরনগর মুন্না মোড় পর্যন্ত রাস্তার পাশে প্রায়ই ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে রাস্তায় পথচারী থেকে শুরু করে প্রতিটি যানবাহনই চলাচল করে ঝুঁকি নিয়ে। এই ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে ইতোমধ্যেই কয়েকটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে।
সম্প্রতি ৫-৭ দিন আগে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় চারজন আহত হয়। এদিকে রাস্তার পাশের নূরনগর মুন্না মোড়ের দোকানিরা জানান, গাড়ি আমাদের দোকানের সামনে রাখার পর মালামাল লোড-আনলোডের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছি।
এ বিষয়ে কৃষি উন্নয়ন করপোরেশনের চুয়াডাঙ্গা পিএফজি সার গুদামের ডিএডি শংকর জানান, ভেতরের জায়গা কমপ্লিট হয়নি, আর গাড়ি যে রাস্তায় আছে এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি কোনো কিছু জানি না কীভাবে কী হচ্ছে। কর্তৃপক্ষ বলতে পারবে।
এইউ