সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তিন দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে শহরের কারবালা এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
দলটির তিনদফা দাবিগুলো হলো কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার 'আলেম-উলামাদের' মুক্তিসহ মামলা প্রত্যাহার।
বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এই সময় বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
আর সকালবেলা হঠাৎ এমন বিক্ষোভ সমাবেশ আয়োজন প্রসঙ্গে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই।
এম