সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দুটি মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান আনছারিয়া ফাযিল মাদরাসায় চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ১৪ লাখ টাকা ও বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদরাসায় চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ১২ লাখ টাকা।
ভেলাজান আনছারিয়া ফাযিল মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদরাসা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে। আমরা দেশের শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে নানা ধরনের উন্নয়ন করে যাচ্ছি। কারণ আজকের এসব শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ, অতএব তাদেরকে শিক্ষিত করতেই হবে। তাহলেই বাংলাদেশ হবে স্মার্ট দেশ, শিক্ষিত দেশ।
তিনি বলেন, তাই আসুন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করতে সবাই ঐক্যবদ্ধ হই।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষীকেশ রায় লিটন, সহসভাপতি আনোয়ারুল হক, চিলারং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এইউ