সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরে তিন দিনব্যাপী নাটকমেলার উদ্বোধন হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সুধীজনেরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন। নাট্য সংগঠন ব্যঞ্জন যশোর’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মঞ্চে সুধীজনেরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন। উদ্বোধনের পরেই যশোরের নৃত্যবিতানের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উদ্বোধনের পর ঢাকার সপ্তর্ষি থিয়েটার নাট্যদলের পরিবেশনায় একক অভিনয়ের ‘প্রমিলা আখ্যান’ নাটক মঞ্চস্থ হয়। নাটকের মূল ভাবনা ও একক অভিনয় করেন হাসিনা সাফিনা বানু উর্মি। অধ্যাপক আবদুস সেলিমের নাট্যরূপে নাকটের নির্দেশনা দিয়েছেন জুলফিকার চঞ্চল। নাটকের আলো প্রক্ষেপনে উচ্ছ্বাস কুমার ঘোষ ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন জুবায়ের জাহিদ।
উদ্বোধনী দিনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা আঞ্জেলা গোমেজ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর শাখার সভাপতি দীপংকর দাস, সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ, মনিরুল ইসলাম প্রমুখ।