সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর দুমকিতে ৪শ’ বোতল ফেনসিডিল ও বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) এবং আলেয়া বেগম (৫৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তারা শাশুড়ি-জামাতা।
রোববার (২৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম কর্তৃক এক প্রেসব্রিফিং সূত্রে এমন তথ্য জানা গেছে।
জানা যায়, পুলিশের একটি চৌকস দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ফেনসিডিল কেনা-বেচার সময় মোসা. আলেয়া বেগম (৫৫) ও মো. মহসীন শেখকে (৩৮) আটক করে। এ সময় উপস্থিত রিপন ও রাকিব নামে দুই জন পালিয়ে যায়। আটক আলেয়া ও মহসীনের স্বীকারোক্তির পর কলাবাগানে মাটিতে পুতে রাখা ৪ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাও জব্দ করা হয়।
দুমকি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় আটক আলেয়া, মহসীন, পলাতক রিপন ও রাকিবকে আসামি করে দুমকি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
জেডএ