সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির নানিয়ারচরে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের দ্বিচান পাড়া এলাকায় নানিয়ারচর জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনিশ চাকমা (৪০)। তিনি ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার বলে জানা গেছে।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দ্বিচান পাড়ায় অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা একটি বাড়িতে আত্মগোপন করে থাকে। যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরি), ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড অ্যামিউনিশন এবং ১টি ওয়াকিটকিসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে এবং উদ্ধার অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নানিয়ারচর থানার এসআই মাহবুব হোসেন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
নানিয়ারচর জোন সূত্র জানায়, নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এইউ