সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার লাকসামে প্রতি বছরের ন্যায়ে এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলার লাকসামের চাঁদপুরীশাহ্ ঐতিহাসিক শাহী দরবার ময়দানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের উদযাপন কমিটি আহবায়ক ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) মহাসচিব আল্লামা ড . সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামী চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. আবদুল্লাহ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেল প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান মিয়াজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন ( বিটিএফ) ভাইস চেয়ারম্যান আলহাজ সৈয়দ তৈয়বু বশর মাইজভান্ডারি।
এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ৩০০ আসনে নির্বাচন করবে বাংলাদেশ তরিকত ফেডারেশন। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা জঙ্গিবাদ দমনে ভূমিকা রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের বিহারের ওরিয়েন্টাল কলেজ (আরবি বিভাগের) প্রফেসর ড . সৈয়দ মোহাম্মদ শামীম উদ্দিন আহম্মেদ মুনঈমী, ভারতের শরীফের দরগা খাজা মইনউদ্দিন চিশতী (রা.) আজমরীর খাদেম মোতয়াল্লী হাজী সৈয়দ ওয়াহিদ হোসাইন চিশতী, কেরালার ইন্টারন্যাশনাল ইসলামী সুফী বক্তা ড. আল হাফিজ আবুবক্কার নিজামী, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল ইসলামী গবেষক আবদুল সালাম মোল্লা আলী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ভাইস চেয়ারম্যান আলহাজ সৈয়দ মছনবী আহমেদ হায়দার, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ভাইস চেয়ারম্যান শাহ বদরুল আলম রেজবী, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব, ঢাবির আরবি বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড.আবদুল কাদের, ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদি, মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক আলহাজ শাহ্ মোহাম্মদ আলী হোসাইন, সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের আলহাজ জাহিদ বাহার শিপলু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ সেলিম মিয়াজি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা কুতুকউদ্দিন, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক আলহাজ ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ ডা: শাহ্ শফিকুল ইসলাম চিশতি,কার্যনিবাহী সদস্য কামরুল আহসান আল কাদেরী প্রমুখ।
জেবি