সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি পর্যটনের জন্য বড় ধরনের অন্তরায়।
পার্বত্য জেলাগুলোকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে হবে ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোটেল সুফিয়ার সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি পর্যটন শিল্পের সম্ভবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য প্রমুখ।
এ সময় তিনি আরও বলেন, মানুষ আগে কম ভ্রমণে যেত। বর্তমানে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ভ্রমণের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। তিন পার্বত্য জেলায় পর্যটন শিল্পকে কি করে আরও সুন্দর করা যায় পর্যটকদের আর্কষণ করা যায় এবং দেশের রেভিনিউ বাড়ানো যায় এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি।
তিনি আরও বলেন, পাহড়ের চুড়ায় চুড়ায় সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা করতে হবে যাতে প্রথমবার কোনো পর্যটক আসলে বুঝতে পারে তারা একটি ভালো জায়গায় এসেছে এবং যেমন চেয়েছিলাম সেই-রকম একটি জায়গায় প্রবেশ করেছে।
এর আগে সুফিয়া হোটেলের নিচতলায় রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন করেন তিনি।
জেবি