সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় তাকওয়া পরিবহনের বাসচাপায় মুসা শেখ নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. মুসা শেখ (২৮) সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে জেনেসিস ফ্যাশন্স কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসাবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার উদ্দেশ্য বাসা থেকে বের হন মুসা শেখ। তিনি নাওজোড় এলাকায় পৌঁছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের বাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।