সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসুন আবার বই পড়ি। বই পড়া প্রজন্ম গড়ি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর টাউন হল প্রাঙনে বেলুন উড়িয়ে এ বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে ৬১টি স্টল নিয়ে শুরু হওয়া বই মেলা শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
বিভিন্ন স্টল ঘুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, একটি মানুষকে সমৃদ্ধশীল হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। এখন মানুষের বই পড়ার প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে। নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখতে হলে অবশ্যই বেশি বেশি করে বই পড়তে হবে। এই বইমেলা বই পড়ার আগ্রহ জাগ্রত করবে।
বিভাগীয় কমিশনার উন্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, কবি ফরিদ উদ্দিন আহমেদ দুলাল প্রমুখ।
প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে বই মেলা চলবে রাত আটটা পর্যন্ত। মেলায় ৫১টি প্রকাশনার বই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও মেলায় থাকছে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প শোনার মতো সুযোগ সুবিধা।
জেবি