সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকাল-সন্ধ্যা পটুয়াখালীতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (২২সেপ্টেম্বর) সকাল ৬টায় লঞ্চঘাট চত্বরে শুরু হয় এ অনশন ও অবস্থান কর্মসূচি।
জাতীয় সংখ্যালগু কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি পত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
অনশনে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, এদেশে আমাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, গির্জা ভেঙে ফেলা হচ্ছে কিন্তু দেখার কেউ নেই। আমাদের পূর্বসূরীরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশ স্বাধীন করেছেন।
এদেশে সবার সমান অধিকার। বক্তারা আরও বলেন, দেশে যখন দুর্ভিক্ষ ছিল তখন সন্তান খাবারের জন্য আর্তনাদ করলে বাবা-মা শুধু উনুনে পাতিল বসিয়ে রাখতো সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য আর বলতো বাবা একটু অপেক্ষা করো ভাত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও সেই দুর্ভিক্ষের মতো আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই।
অনশন ও গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পৌর শাখার সভাপতি চিন্ময় বণিক, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকারসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
জেবি