সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের গৌরনদীতে দুটি বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রীর নাম দেলোয়ারা বেগম (৪০)। তিনি বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালি এলাকার নুর আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাতায়াত পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি বার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির অগ্রভাগ বিধ্বস্ত হয় এবং দেলোয়ারা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
জেবি