সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তার পক্ষে সংবাদ সম্মেলন করেন তারই আপন ছোট ভাই আরিফুজ্জামান রনি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারিকুজ্জামান মনির নাম ঘোষণা করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিবার।
লিখিত বক্তব্যে আরিফুজ্জামান রনি বলেন, আমার বাবা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমানে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এই জনপদের সকলের প্রিয় মানুষ। সকলের সহযোগিতা এবং সর্বসাধারণের ভোটের মাধ্যমে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের কল্যাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী উন্নয়নের জন্য কাজ করেছেন।
পটুয়াখালী লাউকাঠী নদীর উপর ব্রিজ, পায়রা নদীতে লেবুখালী ব্রিজ, পটুয়াখালী মেডিকেল কলেজ, শেখ রাসেল শিশু পার্ক ও পটুয়াখালী সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নে ইপিজেড স্থাপনসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করেছেন।
আপনারা জানেন আমার বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ। বাবা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সকলের সঙ্গে মিলেমিশে পটুয়াখালীর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। শেখ হাসিনা যখন যে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবেই আমার বাবা পালন করেছেন। তার জীবনে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। আমরা তার সন্তান হিসেবে একই আদর্শে অনুপ্রাণিত। যেহেতু আমার বাবার বয়স হয়েছে এবং বার্ধক্যে উপনীত হয়েছেন তাই আমাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার মেঝ ভাই পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
পটুয়াখালী-১ আসন আওয়ামী লীগের দুর্গ। যতোবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে ততোবারই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে এখানে জয়লাভ করেছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনি মনোনয়ন চাইবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড মনোনয়ন দিলে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যদি মনোনয়ন না পান তাহলে শেখ হাসিনা যাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করার জন্য কাজ করে যাবেন।
এ সময় মনোনয়ন প্রত্যাশী আলহাজ অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি বলেন, দীর্ঘ বছর ধরে বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আর আমিও। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে পটুয়াখালী-১ আসন থেকে নৌকার মনোনয়ন দেয় তবে বাবার মতোই মানুষের সেবায় কাজ করে যাব। আর যদি মনোনয়ন না দেন তবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে যাব।
এ ছাড়া তিনি আরো বলেন, আমার বাবা অসুস্থ। ঢাকায় তার চিকিৎসা চলছে। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
জেবি