সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামের সিএনজি স্টেশনের পাশে একটি প্রভাবশালী মহল মাটি দ্বারা কালভার্টের মুখ বন্ধ করায় ৫০০ একর জমি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপেক্ষিত। ফলে উপজেলা প্রশাসনের উদাসীনতায় জলাবদ্ধতাসহ কৃষকদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, নবীপুর, শ্রীকাইল, রামচন্দ্রপুর সড়কের শাহগদা গ্রামের পশ্চিম প্রান্তে পানি নিষ্কাশনের জন্য সড়ক ও জনপথ বিভাগ একটি কালভার্ট নির্মাণ করে। ওই কালভার্টের নিচ দিয়ে শ্রীকাইল ইউনিয়নের শাহগদা, সাহেবনগর, বড়িয়াচারা ও রোয়াচালা মাঠের প্রায় ৫শ একর জমির পানি নিষ্কাশন হয়। ইতোমধ্যে একটি প্রভাবশালী মহল কালভার্টের দক্ষিণ অংশ মাটি দ্বারা ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। কালভার্টের উত্তর অংশও ভরাট করার জন্য ড্রেজার বসানো হয়েছে।
এ নিয়ে গত ৮ মে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলে তিনি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ একইসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করার নির্দেশ দেন। দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ জুন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ২০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পুনরায় অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) গত ১৫ জুন শ্রীকাইল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
গত ২১ জুন সহকারী কমিশনারের (ভূমি) দেওয়া প্রতিবেদনে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য কালভার্টের উভয় অংশ বন্ধ করে দিয়েছে।
প্রতিবেদন পাওয়ার দীর্ঘ দেড় মাস অতিবাহিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শাহগদা গ্রামের কৃষক আজাদ মিয়া, আবু কাউছার ও মোহাম্মদ কাইয়ুম অভিযোগ করে বলেন, কালভার্টের মুখ বন্ধ করে ফেলায় এই মাঠ থেকে পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নেই।
এখন সামান্য বৃষ্টি হলেই মাঠের ফসল পানিতে তলিয়ে যাবে। কয়েক হাজার কৃষকদের কান্না শুরু হবে।
এ বিষয়ে অভিযোগকারী শাহগদা গ্রামের মৃত জালাল উদ্দিন আহম্মেদের ছেলে তারেক মাহমুদ বলেন, কালভার্টের মুখ বন্ধ করে স্থায়ী স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে শাহগদা গ্রামের মুরাদনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমালের স্ত্রী কাজী মারুফা ও বড়িয়াচারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল। তাদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভাবমূর্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত কাজী মারুফা ও মোহাম্মদ ইসমাইলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ভূঞা বলেন, এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি