সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের রামগঞ্জের মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি ও জীব বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা কোচিং না করলে ক্লাস পরীক্ষায় নাম্বার কম দেওয়া এবং ক্লাসে শিক্ষার্থীদের নানাভাবে হেনস্ত করার অভিযোগও উঠেছে এই দুই শিক্ষকের বিরুদ্ধে।
সূত্রে জানায়, রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তারেক রহমান রাজু ও জীব বিঞ্জান শিক্ষক আনোয়ার হোসেন দীর্ঘ দুই বছর যাবত বিদ্যালয়ের পাশে আরজে ভিলা দ্বিতীয় তলা ও তৃতীয় তলা ভাড়া দিয়ে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬টি গ্রুপে শিক্ষার্থীদের কোচিং ক্লাস চালিয়ে যাচ্ছে।
প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ক্লাসের জন্য এক হাজার টাকা করে নিচ্ছে। যেসব শিক্ষার্থী কোচিং ক্লাস করে না, ওসব শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নাম্বার কম দেওয়ায়, নানা অজুহাতে শিক্ষার্থীদের শাস্তি ও হেনস্তা করছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষকেরা পৃথক গ্রুপে ৩৫-৪০ জন ছাত্রছাত্রী নিয়ে কোচিং করাচ্ছে। এ সময় শিক্ষক তারেক রহমান রাজু সাংবাদিকদের বলেন, চাকরিতে বেতন কম হওয়ায় বাড়তি আয় করতে ভাড়া করা বাসাতে কোচিং করাচ্ছি আগ্রহী শিক্ষার্থীদের।
এদের মধ্যে অনেকে কোচিংয়ের বেতন দেয় না। প্রতিষ্ঠানের আরও শিক্ষক কোচিং করাচ্ছে। কোচিং না করলে ক্লাসে শিক্ষার্থীদের শাস্তি ও হেনস্তা করার অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. খরিলুর রহমান বলেন, আমি এ বছরের ২ আগস্ট যোগদান করেছি। এখনো অনেক কিছু অবগত নই।
জেবি