সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পীর ফয়েজউল্যা সড়কে ৩৯ দীর্ঘ বছরের প্রতিষ্ঠিত রিকশাজীবী সমিতির কার্যালয়ের কার্যক্রমে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে রিকশাজীবীরা।
বুধবার (২০ সেপ্টেম্বর) রায়পুরের পীর ফয়েজ উল্যা সড়কে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করে রিকশাজীবী সমিতির ৪১১ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
মানবন্ধন থেকে সমিতির সদস্যরা জানায়, বিগত ৩৯ বছর যাবত লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে ১৩২০ বর্গফুট জমিন লিজ নিয়ে পীর ফয়েজ উল্যা সড়কের উত্তর পাশে সমিতির কার্যক্রম চালিয়ে আসছে তারা। সম্প্রতি তাদের এই কার্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। ইতোমধ্যে সেখানে নতুন ভবন নির্মাণের জন্য নির্মাণ সামগ্রীও নিয়ে আসে সেই প্রভাবশালী মহল। যাহা সম্পূর্ণ বেআইনি এবং আমাদের ওপর নির্যাতন ও জুলুমের শামিল।
রিকশা শ্রমিকরা আরও জানায়, আমরা খেটে খাওয়া দিনমজুর। আমরা কোনো সিন্ডিকেট বুঝি না। আমাদের দাবি একটাই, আমাদের দীর্ঘ ৩৯ বছরের কার্যালয়ে কোনোপ্রকার কর্মকাণ্ডে বাধা না দিয়ে যেন রায়পুর পৌর শহরে আমাদের জন্য একটি নির্ধারিত অটোরিকশা স্ট্যান্ড তৈরি করা হয়।
রিকশাজীবী সমিতির নেতৃবৃন্দ জানায়, প্রভাবশালীদের হুমকির প্রতিবাদ ও কার্যালয় পুনরুদ্ধারসহ সকল প্রকার বাধা বন্ধের দাবিতে প্রাথমিক পর্যায়ে এ মানবন্ধনের আয়োজন করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে আমরা বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে স্মারকলিপি প্রদান করব।
বিষয়টি নিয়ে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাটের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং বিধি মোতাবেক যারা নতুন ভবন নির্মাণের জন্য নির্মাণসামগ্রী জড়ো করেছে তারা কেউ আদৌ পৌরসভা থেকে কোনোপ্রকার অনুমতি নেয়নি। যাহা সম্পূর্ণ বেআইনি।
অপরদিকে রায়পুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, এখানে ইট, বালু আমি আনিয়েছি। কাজটি আমি করাচ্ছি। এটি আদৌ কাউকে ভাড়া দেওয়ার কথা হয়নি। এটা উপজেলা প্রশাসনের কাজ। এখানকার প্রাপ্ত ভাড়া দিয়ে আমাদের উপজেলায় গঠিত পাবলিক লাইব্রেরির সকল প্রকার খরচ চালানো হবে।
জেবি