সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চোমরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দেলোয়ার শেখ (৫১), তার স্ত্রী মঞ্জু বেগম (৪৫), মেয়ে রিপা আক্তার (১৭), ভাই আক্কাস আলী শেখ (৪৯) ও আক্কাসের ছেলে তরিকুল ইসলাম।
আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাদের বাড়ি উপজেলার চোমরা গ্রামে।
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি মঞ্জু বেগম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শালিস-বৈঠকের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা তাদের জমির সীমানায় বেড়া দিয়ে রাখেন।
মঙ্গলবার সকালে স্থানীয় কামরুজ্জামান শেখ, বনি আমীনের নেতৃত্বে ১৮-২০ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়িতে এসে বেড়া ভাঙতে শুরু করে। তারা নিষেধ করলে অতর্কিত তাদের ওপর হামলা করে।
এ সময় তাকে পিটিয়ে পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করতে গেলে মেয়ে রিপা আক্তারের ওপর হামলা চালায়। এভাবে তাদের সামনে যেই আসে তাকে মারধর করতে থাকে। এর আগেও একবার এভাবে তাদের পিটিয়ে জখম করেছিল বলে তিনি অভিযোগ করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি