সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরের স্কুলছাত্র মেহেদী হাসান রিয়ানের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিয়ানের বোবা মো. শাহজাহান, স্মৃতি আক্তার, সমুনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিষ্পাপ শিশুকে অপহরণ করে হত্যা করা হয়। হত্যাকারীরা মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দামকি প্রদান করছে। বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এ বিষয়ে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর এলাকার স্কুলছাত্রকে অপরহণ করা হয়। পরে হত্যা ও লাশ গুশের উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রিজের ওপর থেকে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রিহান হত্যা মামলার গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার সুজন মিয়ার ছেলে মো. ইমরান (২৮), জগন্নাথপুর এলাকার মৃত খালেক মিয়ার ছেলে মো. মোস্তফা (৩২) ও মো. রুবেল (২৫)।
গত ১০ সেপ্টেম্বর রোববার বেলা ১২টায় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান নিখোঁজ হয়। ওই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহজাহান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জেবি