সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ মিলেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। সকালে অফিস খুলতে গিয়ে কৃর্তপক্ষের বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কালিকচ্ছ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করে হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি। তিনি সোমবার রাতে বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন অফিসে জানালার গ্রিল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেননি। আমরা ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু করেছি।
জেবি