সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লায় বিভিন্ন আলুর হিমাগারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় হিমাগারে রাখা ৪১ বস্তা আলু সরকার নির্ধারিত ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে থেকে দুপুর পর্যন্ত জেলার বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকার হিমাগারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকায় বিভিন্ন আলুর হিমাগারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় কংসনগর কোল্ড স্টোরেজে ভোক্তা অধিকার সংরক্ষণ মনিটরিং টিম দাঁড়িয়ে থেকে দুই হাজার ৪৬০ কেজি (৪১ বস্তা) আলু বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দাম ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। একইসঙ্গে ওই কোল্ড স্টোরেজে থাকা বাকি ১০ লাখ ৮০ হাজার কেজি আলু সরকার নির্ধারিত দামে বিক্রি করে ভাউচার প্রদর্শনের জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।
সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি আলুর আড়তকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেবি