সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামছুল আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বদলগাছী থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর নওগাঁ জেলা সদরের এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
একটি চেকের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে প্রায় এক মাস থেকে চেয়ারম্যান নিজেকে আড়াল করে রাখেন।
সোমবার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে, মানুষের মুখে মুখে আলোচনা শুরু হয়। থানা অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান ও ওসি (তদন্ত) মেহেদী মাসুদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
জেবি