সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় তার মা বাদী হয়ে রেজাউর রহমান প্রান্ত ও তার বাবাকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলা থেকে জানা গেছে, কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান ছোটনের ছেলে রেজাউর রহমান প্রান্ত বিয়ের কথা বলে ছাত্রীটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ে করার জন্য চাপ দিলে প্রান্ত ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন।
কুলিয়ারচর থানার এসআই সাইফুল্লাহ জানান, মেয়েটি এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। মায়ের অভিযোগটি সোমবার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী ছাত্রীর মা জানিয়েছেন, থানায় অভিযোগ দেওয়ার পর প্রান্তর বাবা পাল্টা মামলার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রান্তর বাবা ছোটন বলেন, প্রান্ত এবার এইচএসসি পাস করেছে। তাকে কড়া শাসনে রাখা হয়। এ ধরনের ঘটনা আমার ছেলে ঘটাতে পারে না। তবে পাল্টা মামলার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
জেবি