দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডেঙ্গু সচেতনতায় প্রতিকী এডিস মশা নিয়ে নগরীতে এক কিলোমিটার হেঁটেছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা।
এ সময় সচেতনতামূলক স্লোগান, প্রচারপত্র বিতরণ করা হয়। ভ্যানে মশারি টানিয়ে শুয়ে ছিল এক শিক্ষার্থী। ব্যতিক্রম এ প্রতিবাদে ছিল নাটিকা। যার মধ্যে নগর কর্তৃপক্ষের নানা ভুল সিদ্ধান্ত ও নাগরিকদের অসচেতনতার চিত্র তুলে ধরা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে সদর হাসপাতাল হয়ে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এসে এ শোভাযাত্রা শেষ হয়। কলেজের ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করে।
শোভাযাত্রা শেষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী। শোভাযাত্রার সমন্বয়ক ছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান লে. মো. ফিরোজ উল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ সম্পাদক ও কলেজের সাহিত্য পত্রিকা ক্যাম্পাস বার্তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঈন উদ্দীন।
বিএনসিসি (সেনা), বিএনসিসি (বিমান), রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, রক্তদাতা সংগঠন বাঁধন, বিতর্ক পরিষদ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, সাহিত্য সংগঠন ক্যাম্পাস বার্তা ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশবিস্তার করে। ফলে এসব স্থান সবসময় পরিষ্কার রাখতে হবে। কুমিল্লা একটি জনবহুল শহর। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। আজকের শোভাযাত্রায় আমরা সবাইকে সচেতনতার বার্তা দিয়েছি ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যমে।
জেবি