সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে ইলিয়াস কবির (৫০) নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
পরে কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।
ইলিয়াস কবির বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল এলাকার মৃত ইমান উদ্দিন শেখের ছেলে ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, সকালে ইলিয়াস কবিরের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী ও স্থানীয় কিছু লোক। প্রথমে তারা স্বাভাবিক মৃত্যুর কথা বলেন। পরে গলায় দাগ দেখে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হয়, এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াসের ঝুলন্ত মরদেহ উদ্ধারের করার কথা স্বীকার করেন পরিবারের সদস্যরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেবি