সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল নগরীতে মিছিল শুরুর আগে চার জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)।
মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন বাবর বলেন, ঢাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজা দিতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে নগরীতে মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটকদের মুক্তির দাবিসহ এঘটনার তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নগরীর রাজু মিয়ার পুল এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল বের করে। সেখানে পুলিশ গেলে সকলে পালিয়ে যায়। এই সময় চারজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আগেও কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি