সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের স্বনামধন্য শিক্ষাগুরু নারায়ণ চন্দ্র সাহা আর নেই। গুরুতর কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় বুধবার (২৩ আগস্ট) সকাল ৭টার পরলোকগমন করেছেন।
তিনি শেরপুরের ঐতিহ্যবাহী জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের (গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল পাইলটন উচ্চ বিদ্যালয়) প্রাক্তন শিক্ষক ছিলেন। দায়িত্ব পালন করেছেন শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট প্রধান শিক্ষক এবং সুরেন্দ্র মোহন মডেল স্কুলের (এস,এম মডেল স্কুল) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও।
নারায়ণ চন্দ্র সাহা ছিলেন সত্তর দশকের একজন বিশিষ্ট নাট্যশিল্পী। রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এর সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং রোটারি ক্লাব অব শেরপুর এর পাস্ট প্রেসিডেন্ট ছিলেন। তিনি অনেক শিক্ষার্থী এবং পেশাজীবীকে ইংরেজি শিখিয়েছেন। ইংরেজিতে দক্ষতা অর্জনে সহায়তা করেছেন। অবসর জীবনেও তিনি বসে থাকেননি। সাধারণের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন।
শেরপুরের সাংবাদিক আমিরুজ্জামান লেবু তার সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। ১৯৭১ সনে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম ম্যাসেজটি ঝিনাইগাতি ভিএইচএফ ওয়ারলেস অফিসে এসে পৌঁছায়। ওই ম্যাসেজটি শেরপুর সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের হাতে আসার পর তা নারায়ণ চন্দ্র সাহা বাংলায় অনুবাদ করে দেন। যা শেরপুর সংগ্রাম পরিষদের অফিস থেকে মাইকে বার বার প্রচার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র সাহার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বিকাল ৩ টায় জিকে পাইলট হাই স্কুলে নেওয়া হবে। বিকাল সোয়া ৩ টার দিকে মডেল গার্লস ইনস্টিটিউটে রাখা হবে। বিকেল ৪ টায় শহরের নাগপাড়া এলাকার বাসভবন থেকে অন্তেষ্টিক্রিয়ার জন্য শেরি মহাশ্মশানে যাত্রা শুরু হবে। নারায়ণ চন্দ্র সাহার দুই পুত্রের মধ্যে বড় ছেলে নিলয় সাহা কানাডা প্রবাসী এবং ছোট ছেলে মলয় সাহা ঢাকায় আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন।
জেবি