সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জে চড়া সুদের টাকা দিতে না পাড়ায় এক যুবককে মারধরের অভিযোগে কারবারি বাবু মণ্ডলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাবু মণ্ডল উল্লাপাড়া উপজেলার মণ্ডলজানি গ্রামের মকবুল মণ্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুর রহমান ও বাবু মণ্ডল দুইভাই উল্লাপাড়ায় সংঘবদ্ধ সুদ কারবারি। তারা এলাকায় সুদ কারবারের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করেন। এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করেন। এ অত্যাচার থেকে রেহাই পাননি স্থানীয় জনপ্রতিনিধিও।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ আগস্ট সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করেন। এদিন রাতেই উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সুদ কারবারি আব্দুর রহমান ও বাবু মণ্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এরপরই রোববার রাতে সুদ ব্যবসায়ী বাবু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
জেবি