সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে একদিন পর ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা নিবাসী নুরুল ইসলাম গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন (৩২) সোমবার স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। ২২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা জানান, বাবার কবরের পাশেই আরিফের দাফন সম্পন্ন হবে। মরদেহ এখনও কাউখালীতে এসে পৌঁছায়নি। পরিবারের কেউ কথা বলার মতো অবস্থাতে নেই।
তিনি আরও জানান, আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।
দুই দিনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।
জেবি