সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে আইনমন্ত্রীর সচিব পরিচয় দেওয়া সাব্বির আহমেদ শাকিল (৪৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে আইনমন্ত্রীর নামে সিল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নামে সিলসহ তার নামে বানানো কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
এছাড়া বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতাপত্র-সংক্রান্ত নিয়োগপত্রও উদ্ধার করা হয়। প্রতারক সাব্বির আহমেদ শাকিল রাজশাহীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে। মাসখানেক আগে নগরীর আকুয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করছিল শাকিল।
সোমবার (২১ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২০ আগস্ট) রাতে নগরীর টাউন হল এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ময়মনসিংহের গোয়েন্দা পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, সম্প্রতি নগরীর আকুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন শাকিল। এর মাঝেই বেশ কয়েকজনের সাথে পরিচয় হয় তার। তিনি নিজেকে সচিব হিসাবে পরিচয় দিতেন। এমতাবস্থায় নগরীর মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি নজরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্র ধরে নজরুল ইসলামের ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার ফাঁদ পাতেন শাকিল।
সরকারি চাকরি পাইয়ে দেবে বলে প্রতারক শাকিল ১৫ লাখ টাকা চুক্তি করেন নজরুল ইসলামের সঙ্গে। চুক্তি করার পর সন্দেহ হওয়ায় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন নজরুল ইসলাম। পরে রোববার দুপুরে কাউন্সিলর কাউসার-ই-জান্নাত সচিব পরিচয়ধারী শাকিলের সঙ্গে নগরীর একটি রেস্টুরেন্টে বসেন। সেখানে নিজেকে সচিব পরিচয় দিয়ে ময়মনসিংহে কাজে এসেছে বলে নিজের ব্যক্তিগত কর্মকর্তা এবং অফিস সহায়ক পদে লোক নেবে বলে জানায় শাকিল।
শাকিল রাজশাহীর একজন সাবেক এমপির ছেলে বলে পরিচয় দেয়। একই সঙ্গে তার বোন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলে পরিচয় দেয়। প্রতারণার বিষয়টি কাউন্সিলর কাউসার-ই-জান্নাত বুঝতে পেরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে পুলিশ শাকিলকে আটক করে।
ফারুক হোসেন বলেন, প্রতারক শাকিল অন্তত পাঁচ বছর ধরে নিজেকে সচিব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রতারণা করে আসছিল। বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এ ঘটনায় প্রতারণা মামলা দায়েরের পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জেবি