সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে মাত্র ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। অর্থাৎ গত তিন দিন আগে পেঁয়াজের খুচরা বাজারে প্রতি কেজির দাম ছিলো ৬২ থেকে ৬৫ টাকা। আর আজ মঙ্গলবার (২২ আগস্ট) হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা।
মঙ্গলবার জেলা শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রকার ভেদে ৫ কেজি বা এক ধরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। আবার সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। যার বাজার দর গত তিন দিন আগেও পাইকারি বাজার ছিল ৩১০ থেকে ৩২৫ টাকা। খুচরা বিক্রি হয়েছিল ৬২ থেকে ৬৫ টাকা কেজিতে।
শহরের নয়ানী বাজারের পাইকারি বাজারের সোহাগ টেডার্স স্বত্তাধিকারী মোয়াজ্জেম হোসেন জানান, আমরা ৩ থেকে ৪ দিন আগে পাইকারি কেজিতে ৬৩-৬৪ টাকা বিক্রি করেছি। ঢাকার মোকামে এর দর বৃদ্ধি হওয়ায় আমরা বেশি দামে কিনেছি। তাই এখন পাইকারি দরে কেজিতে ৭৫ টাকা করে বিক্রি করছি। এছাড়া পেঁয়াজ হচ্ছে পঁচনশীল পণ্য, তাই পেঁয়াজ বেশি দিন রাখাও যায় না।
এদিকে পাইকারি আড়তের পাশেই খুচরা বিক্রেতা হাবিবুল্লাহ জানায়, আমরা বেশি দামে পেঁয়াজ কিনছি। তাই বেশি দামেই বেঁচতে হচ্ছে।
এদিকে সাধারণ ক্রেতারা জানায়, বাজারের সব কিছুই এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে নতুন করে পেঁয়াজের দাম এক লাফেই ১০ থেকে ১৫ টাকা কেজিতে বেড়ে যাওয়া নাভিশ্বাস হয়ে উঠেছি। তাই আমরা এখন অল্প অল্প করে পেঁয়াজ কিনে চলতে হচ্ছে।
এবিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানায়, আমরা বাজার নিয়ন্ত্রণে সব সময়ই কাজ করে যাচ্ছি। তবে পেঁয়াজের বাজার নিয়ে আলাদা নির্দেশনা এখনও পাইনি। সরকারিভাবে দর নির্ধারণের পর নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে।
জেবি