সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের কমলনগরে ধান চুরির মামলায় কারাবন্দী হওয়া আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম এবং তার ভাই নুরুল আমিনকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সৈয়দা আমিনা ফারহিন তাদের জামিন মঞ্জুর করেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী সামছুদ্দিন হিমেল ভূঁইয়া জানান, ধান চুরির মামলায় গত মে মাসেই চেয়ারম্যান জসিমসহ ৯ আসামি জামিন পায়। এরপর তারা আদালতে একবার হাজিরা দিয়েছেন। জামিনের পর রোববার (২০ আগস্ট) দ্বিতীয় হাজিরার সময় ছিল। এইদিন তারা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। যেহেতু তাদের জামিন মেয়াদ শেষ হয়নি এজন্য তারা পুনরায় জামিনের আবেদনও করেননি। মামলাটি ঊর্ধ্বতন আদালতে হস্তান্তরের কথা ছিল। কিন্তু সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক স্বপ্রণোদিত হয়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে বুঝাতে সক্ষম হওয়ায় বিচারক দুজনকে জামিন দিয়েছেন। অন্য আসামিদের ২৪ আগস্টের মধ্যে জামিন দেবেন বলে জানিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্ত জসিম রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মামলার বাদী জামানারা আক্তার লীনা জসিমের আপন ভাতিজি। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের ডা. সৈয়দ জাকির হোসেনের স্ত্রী।
এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে চেয়ারম্যান জসিম ও তার বড় ভাইয়ের নেতৃত্বে অন্য আসামিরা তোরাবগঞ্জ গ্রামে বাদীর ৪ একর ৪৫ শতাংশ জমিতে থাকা ২৫০ মণ আমন ধান কেটে নিয়ে যায়। ধানগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ছিল। ধান লুটে বাধা দেওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানির করা হয়। এ ঘটনায় ১৫ ডিসেম্বর লীনা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। চলতি বছর ১৫ মার্চ কমলনগর থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।
আগের সংবাদ- ধান চুরির মামলায় আ. লীগ নেতাসহ ৯ জন কারাগারে
জেডএ