সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলশিক্ষকাকে (৩০) অপহরণের পর ধর্ষণের মামলায় সুমন হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) ওই শিক্ষিকা বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সুমন হাসান ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জনৈক এক ব্যক্তির স্ত্রী ধুনট সদরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা পেশায় চাকরি করে। স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষিকা একই গ্রামের একটি মুদি দোকান থেকে তার সন্তানের জন্য খাবার ও মোবাইল ফোনে ফেক্সিলোড করতেন। সেই সুযোগে দোকানি সুমন তার মোবাইল ফোন নম্বর নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত।
একপর্যায়ে তারা পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে গত ৪ মে ওই শিক্ষিকা স্কুলে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওই দোকানের সামনে দাঁড়ালে তাকে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখে সুমন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ঢাকায় চাকরি নিয়ে দেওয়ার কথা বলে সুমন ওই শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণ করে। কিন্তু দীর্ঘদিনেও চাকরি বা বিয়ে বা কোনোটাই না পেয়ে প্রতারণার শিকার হয়ে ওই শিক্ষিকা তার বাবার বাড়িতে চলে আসে এবং পরে মামলা দায়ের করে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার (ওসি) রবিউল ইসলাম জানান, প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ এনে এক শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইউ