সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাইফ উদ্দিন (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতার দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সাইফ উদ্দিন শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার বিকেলে তিনি সানমুন হোটেলে রুম নিয়েছিলেন। তবে, তিনি কিভাবে কখন হোটেলে মারা গেছেন সেটি জানা যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী বলেন, নির্মম এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
এম