সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ফাঁকা সড়কে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় হেমায়েত নামে (৬০) এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হেমায়েত পিরোজপুরের বাসিন্দা ছিলেন এবং তিনি রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই প্রাইভেটকার চালক ফাঁকা রাস্তায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় একটি রিকশা ও মোটরসাইকেলে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আরোহী হেমায়েতসহ রিকশাচালক ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেমায়েতকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল-রিকশা ও প্রাইভেটকার
শনিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে তেজগাওঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, শুক্রবার মধ্যরাতে তেজগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা আরোহী হেমায়েত মারা যান। এছাড়া আরও দুইজন আহত হন। নিহত হেমায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এর ভেতর মদের বোতল পাওয়া গেছে। আমাদের ধারণা চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে চালককে ধরা যায়নি। যেহেতু গাড়ির নম্বর আছে, তাকে ধরার চেষ্টা চলছে।
জেডএ