সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনে বলপ্রয়োগ করে আসামি আনতে পারি। নুরের বাসায় তল্লাশি করে আইনের ব্যত্যয় কিছু করিনি’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি প্রসঙ্গে বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, ‘নুর যখন জিজ্ঞাসা করলেন―আপনারা কারা? তখন পুলিশ পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি।’
হারুন বলেন, ‘যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি।
তিনি ফেসবুক-ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদরাসাছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। তার নামে মামলা রয়েছে।’
ডিবিপ্রধান আরো বলেন, ‘ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল নুরের।
সেটা না করে, উল্টো পুলিশের ওপর চড়াও হলেন, পুলিশকে গালাগাল করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন।’
আটক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা পল্টন কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি। ডিবি পুলিশ জানিয়েছে, গত ২১ জুলাই পল্টন থানায় জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে ডিবি।
জেবি