সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যারা মানবাধিকারের কথা বলে তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। এটি আমাদের জন্য দুঃখজনক। নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে, দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে, তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আমাদের জন্য দুঃখজনক।
কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কানাডার সাথে বহু আলাপ হয়েছে। আমরা কিভাবে বিচার করেছি, ওরা জানতে চায়। আমরা জানিয়েছি, তাদের জন্য সব ধরনের পথ খোলা আছে, এসে ক্ষমাও চাইতে পারে।