সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এই বাজেটের পরিমাণ ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকা। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ডিএসসিসি মশার মারতে ব্যয় ধরেছে প্রায় ৪৭ কোটি টাকা।
সোমবার (৩১ জুলাই) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এ বাজেট ঘোষণাকালে এসব তথ্য তুলে ধরেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিন অর্থ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ডিএসসিসির রাজস্ব আদায় প্রতি বছর বাড়ানো হয়েছে।
২০২০-২১ অর্থ বছরে রাজস্ব ডিএসসিসির রাজস্ব আয় হয়েছে ৬৮৩ কোটি ১০ লাখ টাকা। ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছিল ৮৩৩ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে ৯৫৪ কোটি ৯৬ লাখ টাকা।
বাজেট বক্তব্যে মেয়র তাপস বলেন, আমি নির্বাচনকালীন কোনো কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে রক্ষা করেছি। আমরা কোনো কর বৃদ্ধি করিনি। বরং আয়ের খাত বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। যথাযথ তদারকি এবং নতুন ১২টি খাত হতে অর্থ আদায়ের ফলে রাজস্ব আদায়ে আমরা সফল হয়েছি।
ডিএসসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ দশমিক ৬৬ কোটি টাকা। এর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসি মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
প্রসঙ্গত, বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।
এইউ