দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসক। গুরুতর অবস্থায় সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন (৫২) নামে ওই চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। ডা. সাজ্জাদ হোসেনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় থাকেন। ওই বাসার কেয়ারটেকার সোনা মিয়া জানান, তিনি সহযোগী অধ্যাপক। ঢাবির মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় রোগী দেখেন তিনি। রোগী দেখা শেষ করে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে ওই বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের স্টাফরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে গুলিস্তানে শেষ স্টপেজে আসার পর বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, ওই চিকিৎসকের স্টোমাক ওয়াশ করানো হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে জানা গেছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ওই চিকিৎসককে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কে