দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।
রোববার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গত আট বছরেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের জন্য অর্থ বরাদ্দ হয়নি, স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা সব দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিজস্ব ক্যাম্পাসে পদচারণ ও আনন্দ থেকে যেমন বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা তেমনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই সরকারের কাছে অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা।
শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব আমীর হোসেন সবুজ, আবু মুসা, জাকির হোসেন ও মোস্তাফিজুর রহমান মনির সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারি শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
এফএইচ/