সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন নির্যাতিত সৈনিকেরা। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের দাবিও জানান তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে 'সীমান্তের অতন্দ্র প্রহরী সরকারি চাকরিজীবী (অব.) পরিবার সমবায় সমিতি লিমিটেডের' ব্যানারে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের দায় বহু নিরীহ সৈনিকের ওপর চাপানো হয়। হত্যাকাণ্ডের কুশীলবদের আড়াল করতে তাদের জেলখানায় পাঠানো হয়।’ বক্তারা নির্মম এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন। এছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের দাবি করেন।
চলমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বক্তারা বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থী-জনতা, নারী-শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে।’
এফএইচ