সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনের ফুটপাত মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় জানা যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আরএ